ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

চুয়াডাঙ্গায় কিশোর ক্ষমতায়ন শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত

জেলা সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জুন ২৪, ২০১২

চুয়াডাঙ্গা: “আমরা কথা দিলাম বাল্য বিবাহ প্রতিরোধ, নতুন প্রজন্মের দীপ্ত শপথ” শ্লোগানকে ধারণ করে চুয়াডাঙ্গায় কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন শীর্ষক বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোবাবার সকাল ১১টায় স্থানীয় শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে সম্মেলনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ভোলানাথ দে।

এর আগে সকালে র‌্যালি ও গণস্বাক্ষর গ্রহণ করা হয়।

জেলার ৩১টি ইউনিয়নের সাড়ে ৩শ কিশোর-কিশোরী এ সম্মেলনে অংশগ্রহণ করে।

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতর যৌথ আয়োজিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পৌর মেয়র রিয়াজুল ইসলাম টোটন, মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জাহান, মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জুন ২৪, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।