ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

খেকশিয়ালের বিয়ে

শাহজাহান মোহাম্মদ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০১২
খেকশিয়ালের বিয়ে

রোদ আকাশে বৃষ্টি পড়ে
খেকশিয়ালের বিয়ে
সেই খুশিতে ছুটছে হুতুম
বরণডালা নিয়ে।

প্রজাপতি পাখনা মেলে
নাচছে ফুলে ফুলে
পায়রারগুলো গীত গেয়ে যায়
মৌমাছিরা দোলে।



হলুদ বাটে ইঁদুরছানা
গায়ে রঙ মেখে
ক্ষীর রেঁধেছে বিড়াল ভায়া
কে দেখবে চেখে?

প্রিয়-প্রমি নাও এনেছে
রামসাগরের বাঁকে
বর যাত্রায় সোনাব্যাঙ
ঘ্যাঙর ঘ্যাঙ ডাকে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।