ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

দুঃখ কীরে ভাই

হাসান মাহমুদ রাজীব | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, আগস্ট ৯, ২০১২
দুঃখ কীরে ভাই

দুঃখ কীরে ভাই
এই জগতে তোমার সবই
আমার কিছু নাই।

মণ্ডা-মিঠাই বার্বিডল
ঘুম পাড়ানি পরীর দল
না থাক আছে মনের বল।



দুঃখ কীরে ভাই
স্বপ্ন তোমার সত্যি হলো তাই
আমিও যে ক্লান্তহীন নিবিড় সাধনায়।

আমাদেরই দুঃখ আর কষ্ট বারোমাস
তোমাদের তা নিত্য পরবাস
বুকে তবু আছে স্বপ্ন-সুখের আশ।

দুঃখ কীরে ভাই
তোমাদের এই বিত্ত সভায়
নাইবা দিলে ঠাঁই।

তবু দুঃখ কীরে ভাই
তোমার-আমার মিলনমেলায়
বিশ্বকে সাজাই।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।