ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

আমি এই নিয়ে নবম বার

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১২
আমি এই নিয়ে নবম বার

একটি কোম্পানি তাদের কারখানার অগ্নিবীমা করাবে ঠিক করলো । পরদিন কোম্পানির ম্যানেজারের ঘরে বারবার বীমাকর্মীরা দেখা করবার জন্য আসতে লাগলেন ।



কোম্পানি ম্যানেজারে ব্যস্ত থাকায় তিনি আটজন কর্মীকে বললেন, ‘আমার সময় নেই পরে দেখা হবে । ’

নবম জনকে বললেন, ‘আপনার আগে আটজনকে না দেখেই বিদায় দিয়েছি। ’

ওই কর্মী এক গাল হেসে বললেন । আমি এই নিয়ে নবম বার এসেছি স্যার।


মামার ফাসি
১ম বন্ধু: জানিস আমার মামা আগে থেকে জানত সে কিভাবে কোন দিন মারা যাবে।
২য় বন্ধু: সে কি জোতিষী বলেছে নাকি?
১ম বন্ধু: না, জজ বলেছে!


সম্পাদনা: আরিফুল ইসলাম আরমান, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।