ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

রং করি আঁকা শিখি

মো. হাসিবুল হাসান, ওয়েব এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৩
রং করি আঁকা শিখি

ছবি আঁকাতে আমরা কে না ভালোবাসি। এখন প্রতিটি স্বুলে ছোট ক্ল‍াস থেকেই শেখানো হয় আঁকা।

এতে নম্বরও আছে। চলো তাহলে আমরা আঁকা স্কেচগুলোতে মনের মতো রং দিয়ে জীবন্ত করি।

প্রথমে তুলি দিয়ে বক্সে থাকা রং নির্বাচন করো। তারপর ছবিটি রং করো তোমার ইচ্ছা মতো। রং করা শেষ হলে প্রিন্ট করে নিতে পারবে তোমার আর্ট কাগজটি। ইচ্ছা করলে নতুন করে শুরুও করতে পারো নতুন পেজ সিলেক্ট করে।

তো ইচ্ছেঘুড়ির বন্ধুরা, আর দেরি না করে চলো আঁকা শুরু করি।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।