ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

জলঢাকায় চলছে তিনদিনের শিশুমেলা

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৩
জলঢাকায় চলছে তিনদিনের শিশুমেলা

নীলফামারী: নীলফামারীর জলঢাকায় গত ২২ জানুয়ারি শুরু হয়েছে তিন দিনব্যাপী শিশুমেলা।

প্ল্যান বাংলাদেশ ও উদয়াঙ্কুর সেবা সংস্থার সহযোগিতায় উপজেলা শিশু ফোরামের আয়োজনে গত মঙ্গলবার দুপুরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী।



উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকন উল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুর নাহার বেগম, প্ল্যান বাংলাদেশ জলঢাকার প্রোগ্রাম ইউনিট ম্যানেজার ডা. হৃষিকেশ সরকার এবং উদয়াঙ্কুর সেবা সংস্থার নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী বক্তব্য রাখেন।

চিত্র প্রদর্শনী, কবিতা আবৃত্তি, গান, নাটক ও উপস্থিত বক্তৃতাসহ শিশুদের নিয়ে নানা কর্মসূচি চলছে তিনদিনের এ মেলায়।

প্ল্যান বাংলাদেশের কমিউনিকেশন অফিসার আসাদুজ্জামান আসাদ জানান, মেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তিনটি প্রাথমিক বিদ্যালয় এবং শিশু অধিকার বাস্তবায়নে বিশেষ অবদান রাখায় পাঁচজন বিশেষ ব্যক্তিত্ব ও ১৩ জন শিশুকে সম্মাননা দেওয়া হবে এ মেলায়।

আগামী ২৪ জানুয়ারি পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এ মেলা।  

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৩
নুর আলম/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।