ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

শেষ হলো জলঢাকার শিশুমেলা

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৩
শেষ হলো জলঢাকার শিশুমেলা

নীলফামারী: প্ল্যান বাংলাদেশ ও উদয়াঙ্কুর সেবা সংস্থার সহযোগিতায় জলঢাকা উপজেলা শিশু ফোরাম আয়োজিত তিন দিনব্যাপী শিশুমেলা শেষ হলো আজ।

২২-২৪ জানুয়ারি পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হয়েছে নীলফামারীর জলঢাকা উপজেলা পরিষদ চত্বরে।



গত মাসে আকস্মিক অগ্নিকান্ডে গ্রামের ৩২টি পরিবার নিঃস্ব হয়ে গেলে তাদের সাহায্য করতে এগিয়ে আসেন কলেজ পড়–য়া নাঈম। সহপাঠী ও গ্রামবাসীর কাছ থেকে টাকা তুলে দাঁড়ান ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে।

এদিকে অষ্টম শ্রেণীতে পড়ার সময় বিয়ে ঠিক হয়েছিল কৈমারীর আর্জিনার। কিন্তু বড় হওয়ার অদম্য বাসনায় সহপাঠী ও গ্রাম উন্নয়ন সংগঠনের সহায়তায় সে বাল্য বিয়ে হতে রক্ষা পায়। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধেও সোচ্চার আর্জিনা বর্তমানে অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত।

নাঈম ও আর্জিনার মত সাহসী, স্বপ্নচারী এবং শিশু অধিকার প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখায় জলঢাকার ১৩ জন শিশু ও ৫ জন গুণী ব্যক্তিকে বৃহস্পতিবার সম্মাননা জানানো হয়।

জলঢাকা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত  তিন দিনব্যাপী বর্ণাঢ্য শিশুমেলার সমাপনী দিনে স্থানীয় সংসদ সদস্য কাজী ফারুক কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব গুণী ব্যক্তিদের হাতে সম্মাননা পদক তুলে দেন।

প্ল্যান বাংলাদেশ ও উদয়াঙ্কুর সেবা সংস্থার সহযোগিতায় জলঢাকা উপজেলা শিশু ফোরাম এ মেলার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মো. রোকন উল হাসানের সভাপতিত্বে মেলার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, প্ল্যান বাংলাদেশর প্রোগ্রাম ইউনিট ম্যানেজার ডা.  হৃষিকেশ সরকার, উদয়াঙ্কুর সেবা সংস্থার নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী প্রমুখ।
 
মেলায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ছিল- চিত্র প্রদর্শনী, কবিতা আবৃত্তি, গান, নাটক ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা। এছাড়াও অনুষ্ঠানে প্রাথমিক সমাপনী পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তিনটি প্রাথমিক বিদ্যালয়কেও  সম্মাননা প্রদান করা হয়।

শিশুদের জন্য এমন উদ্দ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৩
নুর আলম/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটরশেষ হলো জলঢাকার শিশুমেলা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।