ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মজার বিজ্ঞান: পানির ওপর সুচ ভাসাও!

তানজিল হুদা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৩
মজার বিজ্ঞান: পানির ওপর সুচ ভাসাও!

পানির ওপর একটি সেলাই করার সুচ বা সুই কি কখনও ভাসতে পারে? এটা কি সত্যি সম্ভব? আর এটা যদি সম্ভব হয় তো রীতিমতো একটি ম্যাজিক তৈরি হতে পারে। দেখাবে নাকি ম্যাজিক?
তাহলে চলো দেখি ম্যাজিক দেখানো যায় কি না।

উপকরণ:
একটি সুচ, পানি ভর্তি একটি কাচের গ্লাস এবং কিছু টিস্যু পেপার।

এখন আমরা দেখি এটি কীভাবে করা যায়। প্রথমে একটি সুচ ও কিছু পরিমাণ টিস্যু পেপার নেই। তারপর একটি কাচের গ্লাসে পানি ভর্তি করি। একটুকরো টিস্যু পেপারের ওপর সুচ রেখে সাবধানে ছেড়ে দেই গ্লাসের পানিতে।
টিস্যু পেপারটি ভিজে জবজবে হয়ে গেলে একটি কাঠি হাতে নেই। এখন কাঠি দিয়ে আলতো টোকা দিলে টিস্যু পেপারটি পানিতে তলিয়ে যাবে। তখন অবাক হয়ে দেখবে যে টিস্যু পেপারটি পানিতে তলিয়ে গেলেও সুচটি ঠিকই ভেসে আছে।

বৈজ্ঞানিক ব্যাখ্যা:
ঘটনাটি এমনি এমনি ঘটেনি। এর একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে।

সেটা হলো পানির উপরিতলের ঘনত্ব। পানির এই ঘনত্ব ক্ষুদ্র ফিল্মের মতো একটি আণবিক স্তর তৈরি করে, যা সুচটি পানির ওপর ভাসিয়ে রাখে। তো দেখাও তোমার ম্যাজিক......

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।