ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

কৃপণ মল্লিক

এস এম মুকুল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১৩
কৃপণ মল্লিক

ব্যাপার দারুণ জমকালো
সবাই শুনে চমকালো
কৃপণ মল্লিক গেরাম জুড়ে
সব বেটারে ধমকালো।

খান-না কেন পেট ভরে
দেখলে আমার মন ভরে!
আজ মেয়ের বিয়ে তাই
মনে খুশির সীমা নাই।



কচুর গাঁটি দশ কেজি
মাংস তাতে দেড় কেজি,
গাঙের পানি এক ডেরাম
পাঁচশ গেরাম ডাল দিলাম।

আয়োজনটা কম কোথায়
খাওয়াতেই বেশ শান্তি পাই।

কলা পাতার থালাতে
ঝোল আর জলের জ্বালাতে,
কি যে দারুণ মাখানি
যেন কাঁদার গাদানি।

খাচ্ছে সবাই বলছে কি?
কী আয়োজন
ছি: ছি: !!


বাংলাদেশ সময়: ৫০০০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৩
এসএ[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।