ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

জলঢাকায় শিশু অধিকার বিষয়ে বলল শিশুরা

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৩

নীলফামারী: বাল্য বিয়ে এবং ঝুঁকিপূর্ণ শিশু শ্রমে জড়িত শিশুদের চিত্র তুলে ধরল শিশুরাই।

বৃহস্পতিবার নীলফামারীর জলঢাকার প্ল্যান বাংলাদেশ অফিসে আয়োজিত মতবিনিময় সভায় শিশু অধিকার পরিস্থিতি পর্যবেক্ষণের আলোকে শিশুরা তাদের এসব মতামত ব্যক্ত করেন।



সভায় শিশুরা সরকারি বিধি মেনে ১৮ বছরের কম বয়সে বিয়ে না দেওয়া, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম প্রভৃতি বিষয় তুলে ধরে।

নীলফামারী জেলার শিশু মনিটরিং সেল ও জাতীয় শিশু টাস্কফোর্স নীলফামারী জেলার নির্বাহী শিশু সদস্য ও জলঢাকা উপজেলার শিশু ফোরামের সদস্যরা এ মতবিনিময় সভায় অংশ নেয়।

উদয়াঙ্কুর সেবা সংস্থার সহযোগিতায় মতবিনিময় সভায় উপস্থিত  ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ।

মতবিনিময় সভায় জলঢাকা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীম জাহিদ তালুকদার ও প্ল্যান বাংলাদেশের  রেজানুল হক, উদয়াঙ্কুর সেবা সংস্থার  মোস্তফা কামাল প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা শিশু অধিকার বাস্তবায়নে করণীয় সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করেন।


বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৩
নুর আলম/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।