ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

খুলনায় শিশু অধিকার ফোরামের গোলটেবিল বৈঠক

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৩

খুলনা: খুলনায় বাংলাদেশ শিশু অধিকার ফোরামের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্চে এ বৈঠক অনুষ্ঠিত হয়।



বেসরকারি উন্নয়ন সংগঠন রূপসা সংস্থা এর আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত খুলনা জেলা প্রশাসক (সার্বিক) ড. মো. আব্দুল হাকিম।
সভাপতিত্ব করেন খুলনা থেকে প্রকাশিত দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন সম্পাদক এসএম সাঈদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন আইএলও’র ঢাকার প্রোগ্রাম অফিসার হাসিনা বানু।

বক্তৃতা করেন বাংলাদেশ শিশু অধিকার ফোরামের সমন্বয়কারী এএস মাহমুদ ও রূপসা সংস্থার সমন্বয়কারী হিরন্ময় মণ্ডল।

মুক্ত আলোচনায় অংশ নেন স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন উন্নয়ন সংন্থার কর্মীরা।  

গোলটেবিল বৈঠকে বক্তরা বলেন, “আজকের শিশু আগামী দিনের যিশু। শিশুদের ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত রাখতে হবে। সবার সহযোগিতায় শিশুশ্রম রোধ করতে হবে। শিশুবান্ধব পরিবেশ গড়ে তুলতে পারলেই শিশুশ্রম কমে আসবে। ”

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মার্চ ২৪ , ২০১৩
মাহবুবুর রহমান মুন্না/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।