ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

জাদুঘরে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২২ মার্চ

রাজীব কুমার সাহা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৩
জাদুঘরে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২২ মার্চ

ঢাকা: বাংলাদেশ জাতীয় জাদুঘরের শততম প্রতিষ্ঠাবার্ষিকী ২০ মার্চ ২০১৩। এ উপলক্ষে প্রতিষ্ঠানটি আয়োজন করেছে দু’বছরব্যাপী অনুষ্ঠানমালা।



এরই অংশ হিসেবে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৩’ উদ্যাপন উপলক্ষে আগামী ২২ মার্চ শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় জাদুঘর।

এতে অংশ নিতে ইচ্ছুক শিশু-কিশোরদের অধ্যয়নের প্রত্যয়নপত্রসহ ২১ মার্চ, ২০১৩-এর মধ্যে জাদুঘরের যে কোনো শাখায় উপস্থিত হয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য কোনো রেজিস্ট্রেশন ফি লাগবে না। আর মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২২শে মার্চ, শুক্রবার, সকাল ১০টায়।

প্রতিযোগীদের অবশ্যই রং, তুলি, পেনসিল, রাবার, ক্লিপবোর্ড ও আনুষঙ্গিক উপকরণসহ সকাল ৯টা ৩০মিনিটের মধ্যে উপস্থিত হতে হবে। ছবি আঁকার কাগজ জাদুঘর থেকে সরবরাহ করা হবে। বিজয়ীদের যথাসময়ে প্রদান করা হবে আনুষ্ঠানিক পুরস্কার ও সনদপত্র।

আয়োজনের স্থান:

বাংলাদেশ জাতীয় জাদুঘর, ঢাকা; আহসান মঞ্জিল জাদুঘর, ঢাকা; ওসমানী জাদুঘর, সিলেট, জিয়া স্মৃতি জাদুঘর, চট্টগ্রাম; শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, ময়মনসিংহ।

২২ মার্চ এ প্রতিযোগিতা একযোগে অনুষ্ঠিত হবে।

শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগীদের জন্য নির্ধারিত বিষয় ও বিভাগ:

ক-বিভাগ (শিশু শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী) বিষয়: উন্মুক্ত (ইচ্ছা অনুসারে)
খ-বিভাগ (তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী) বিষয়: বঙ্গবন্ধু ও গ্রামবাংলা
গ-বিভাগ (ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী) বিষয়: কৃষক; মুক্তিযোদ্ধা
ঘ-বিভাগ (নবম ও দশম শ্রেণী) বিষয়: পাকবাহিনীর আত্মসমর্পণ

সুতরাং আর দেরি না করে আজই রেজিস্ট্রেশন করে অংশগ্রহণ করো  নাও এ প্রতিযোগিতায়।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৩
এসএ[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।