ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

চাইল্ড পার্লামেন্টের ২য় অধিবেশন চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৩
চাইল্ড পার্লামেন্টের ২য় অধিবেশন চলছে

ঢাকা: রাজধানীর এলজিইডি মিলনায়তনে চাইল্ড পার্লামেন্টের ১১তম অধিবেশন চলছে। শনিবার বেলা ১১টা থেকে চাইল্ড পার্লামেন্টের এবারের অধিবেশন শুরু হয়।

চলবে বিকেল ৫টা পর্যন্ত।

সেভ দ্যা চিলড্রেন, মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান বাংলাদেশ’র আয়োজনে এ অধিবেশনের প্রথম পর্বে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এতে সভাপতিত্ব করছেন স্পিকার এস.এম. শাহরিয়ার সিফাত।

অধিবেশনে ৬৪ জেলা থেকে একজন করে চাইল্ড পার্লামেন্ট প্রতিনিধি ও দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ২০ জন শিশু প্রতিনিধিসহ মোট ৮৪ জন শিশু অংশ নিয়েছে।

দেশের সার্বিক পরিস্থিতিতে ‘জাতিসংঘ শিশু অধিকার সনদের ভিত্তিতে শিশুদের বিকল্প প্রতিবেদন’ বিষয়ে চাইল্ড পার্লামেন্ট প্রতিনিধিদের জরিপ তথ্য ও বিশিষ্ট ব্যক্তিদের মতামতের ভিত্তিতে একটি কর্মপত্র অধিবেশনে আলোচিত হয়েছে।

প্রসঙ্গত বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাইল্ড পার্লামেন্টের ১১তম এ অধিবেশনের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে। এখন চলছে দ্বিতীয় পর্বের অধিবেশন।

বাংলাদেশ সময়:  ১৪২০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৩
ইউএম/সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর; এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।