ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

নীলফামারী আনন্দ নিকেতন স্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৩
নীলফামারী আনন্দ নিকেতন স্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

নীলফামারী: নীলফামারী আনন্দ নিকেতন ইংলিশ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে স্কুল চত্বরে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন নীলফামারী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোস্তাইন বিল্লাহ।



আনন্দ নিকেতন স্কুলের অধ্যক্ষ উজ্জ্বল চক্রবর্তীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা রিজওয়ানুল হক, গণসাহায্য সংস্থার এরিয়া সমন্বয়কারী সান্তনা চক্রবর্তী, স্কুলের শিক্ষক রওশন আরা, কিরণ চন্দ্র রায় ও অবিভাবক তরফদার এনামুল কবির বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রাথমিক সমাপনী পরীক্ষা ২০১২-তে নীলফামারী সদর উপজেলায় মেধা তালিকায় প্রথম স্থান অধিকারী আনন্দ নিকেতন ইংলিশ স্কুলের ছাত্র তরফদার আন্নাফী কবীর অর্ণবকে সংবর্ধনা দেওয়া হয়।

প্রসঙ্গত অর্ণব নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির কো-অর্ডিনেটর তরফদার এনামুল কবীর ও একই অফিসের অফিস সেক্রেটারি আলমা শাহীনের ছেলে।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৩
নুর আলম/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।