ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ঢাকায় শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ও বিজ্ঞান ক্যাম্প

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৩
ঢাকায় শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ও বিজ্ঞান ক্যাম্প

ঢাকা: দেশের বিজ্ঞান শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি অনুরাগী ও বিজ্ঞানের মূল রীতিনীতিতে দক্ষ করে তোলার লক্ষ্যে এ বছর থেকে শুরু হচ্ছে শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস ও বিজ্ঞান ক্যাম্প।

আগামী ২৪-২৫ মে ঢাকায় বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির (বাবিজাস) যৌথ উদ্যোগে এ বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হবে।



বিএফএফ শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেসে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। জুনিয়র ও সিনিয়র ক্যাটাগরিতে অংশগ্রহণকারী খুদে বিজ্ঞানীরা বৈজ্ঞানিক নিবন্ধ, বিজ্ঞান প্রকল্প ও পোস্টারের মাধ্যমে নিজের ধারণা প্রকাশ করতে পারবে। বিজ্ঞান কংগ্রেসে অংশগ্রহণকারী অন্য খুদে বিজ্ঞানীরা এ বিষয়ে তাদের মতামত, প্রশ্ন উপস্থাপনার পাশাপাশি সুযোগ পাবে নিজেদের ধারণা উপস্থাপনের।

কংগ্রেসের নানা আয়োজনের মধ্যে রয়েছে বিজ্ঞান নিবন্ধ, প্রকল্প উপস্থাপন, পোস্টার তৈরি ও প্রদর্শন। বিজ্ঞান নিবন্ধে খুদে বিজ্ঞানী তার ধারণা কিংবা উদ্ভাবন একটি নিবন্ধ আকারে উপস্থাপন করবে। বিভিন্ন সেশনে এই পেপার উত্থাপিত হবে। পরবর্তী সময়ে এসব পেপারের একটি সারমর্ম প্রকাশ করা হবে কংগ্রেসের ওয়েবসাইটে। পাশাপাশি খুদে বিজ্ঞানীরা ধারণা/ উদ্ভাবন/ আবিষ্কার একটি প্রকল্পের মাধ্যমে উপস্থাপন করতে পারবে।
তবে প্রাথমিকভাবে কংগ্রেসে অংশগ্রহণের জন্য প্রকল্পের ধারণা জমা দিতে হবে। পরে নির্বাচিত হলে সুযোগ দেওয়া হবে প্রকল্প উপস্থাপনের। খুদে বিজ্ঞানী তার ধারণা বা উদ্ভাবন একটি পোস্টারের মাধ্যমেও উপস্থাপন করতে পারবে। পোস্টারের আকার হতে পারবে সর্বোচ্চ ২৩ বাই ৩৬ ইঞ্চি। মনোনয়নের জন্য পোস্টারের ধারণা জমা দিতে হবে।

কংগ্রেসে অংশগ্রহণকারীদের মধ্য থেকে নির্বাচিত ৩০ জনকে নিয়ে প্রথম জগদীশ বসু বিজ্ঞান আবাসিক ক্যাম্পের আয়োজন করা হবে। ক্যাম্পে বিজ্ঞানের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে দেওয়া হবে বিশেষভাবে ধারণা। অংশগ্রহণকারীদের মধ্য থেকে কয়েকজনকে আন্তর্জাতিক বিভিন্ন বিজ্ঞান প্রতিযোগিতার জন্য মনোনীত করা এবং অংশগ্রহণের জন্য সহযোগিতা প্রদান করা হবে।

আগ্রহী খুদে বিজ্ঞানীদের প্রথমে তাদের পেপার, প্রকল্পের ধারণাপত্র কিংবা পোস্টারের ধারণা জমা দিতে হবে। ২০১৩ সালের জন্য মুক্ত ফরম্যাটে এটি জমা দেওয়া যাবে। জমাকৃত ধারণাগুলো বিবেচনা করে মোট ৩০০ জন খুদে বিজ্ঞানীকে কংগ্রেসে অংশগ্রহণের জন্য মনোনীত করা হবে। পেপার/ প্রকল্প/ পোস্টারের ধারণা ডাকযোগে ও ই-মেইলে আগামী ৫ মে ২০১৩ তারিখের মধ্যে পাঠাতে হবে।

চিঠি পাঠানোর ঠিকানা: শিশু-কিশোর কংগ্রেস সচিবালয়, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন, লেভেল-৫, ৬/৫এ স্যার সৈয়দ রোড, মোহাম্মদপুর, ঢাকা।

মেইল ঠিকানা : [email protected]  ওয়েবসাইট : www.spsb.org/cscongress এ আয়োজনের বিস্তারিত তথ্য জানা যাবে www.facebook.com/groups/cscongress

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।