ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

প্রত্যয়

মীম নোশিন নাওয়াল খান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৬, মে ১, ২০১৩
প্রত্যয়

ওরা ছিল শ্রমিক মানুষ, ছিল না তাই ছুটি
মালিকের ওপর গেঁড়েছিল বিশ্বাসের এক খুঁটি।
সেখনে আজ চাপা ক্ষোভ, আতঙ্ক আর ভয়,
বাতাস আজ হল ভারী হাহাকার-কান্নায়।


ওরা কতজন চলে গেছে, ফিরবে না আর কভু,
এত্তসব কেমনে তুমি সইছ আজো প্রভু?
কেন ওরা লড়ছে আজ মৃত্যুদূতের সাথে?
কেন ওরা যাচ্ছে ওই লাশ মিছিলের পথে?

এত নিষ্ঠুর এত নির্দয় কেমনে মানুষ হয়?
তবে কী ওদের, মাগো, মানুষ বলা যায়?
স্বার্থলোভী মানুষগুলোর কেন এমন খেলা?
শ্রমিকদের জীবন নিয়ে কেনই অবহেলা?
কেন আজ শোকের মাতম, আর্তনাদ আর কান্না?
সহ্য করতে পারিনে তো, আর না, মাগো, আর না!

এখন থেকে সবাই চলো সচেতন আরো হই,
সব অবিচার, সব অনাচার চলো রুখে দেই।
বাতাসের হাহাকার, ফুল-পাখিদের শোক,
সাভারের এই ঘটনায় এইখানেই শেষ হোক।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মে ০১, ২০১৩
এএ[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।