ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

আমার কলম

মীর আব্দুল আউয়াল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১০, মে ২৩, ২০১৩
আমার কলম

আমার প্রিয় কলমটার
গায়ের রং নীল
কোমল দেহ তার
নেই কোনো তিল।

হাতে ধরে লিখি যখন
হাতে থাকে সেঁটে
মনের ভাবনায় লিখে যায়
অনেক কালি পেটে।



ঝকঝকে লেখা তার
দেখতে খুব ভালো
কালির রং দেখতে যেমন
মিশমিশে কালো।

মাথার টুপি চারকোনা
দেখতে যেমন বেশ
রূপের বর্ণনায়
হয় না বলা শেষ।

ভালোমন্দ বলতে তোমরা
আর যাই বলো
আমার কলম আমার কাছে
সব সময়ই ভালো।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মে ২৩, ২০১৩
এএ[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।