ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

পরিবেশ দিবস: নীলফামারীতে শিশুচিত্রাঙ্কন প্রতিযোগিতা

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, মে ২৯, ২০১৩
পরিবেশ দিবস: নীলফামারীতে শিশুচিত্রাঙ্কন প্রতিযোগিতা

নীলফামারী: বিশ্ব পরিবেশ দিবস আগামী ৫ জুন। দিবসটি উপলক্ষে জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।



বুধবার সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) নীলফামারীর আয়োজনে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক এসএম মাহফুজুল হক।

নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ সুপার আলমগীর রহমান, পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা, এসডিএফ রংপুর অফিসের পরিবেশ বিশেষজ্ঞ মিজানুর রহমান ও এসডিএফ নীলফামারী জেলা কর্মসূচি ব্যবস্থাপক হাসান নেওয়াজ মো. মামুন বক্তব্য রাখেন।

এতে নীলফামারী জেলার কিশোরীগঞ্জ উপজেলার চার ইউনিয়নের ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০২জন প্রতিযোগী অংশ নেন।

এসডিএফ-এর নীলফামারী জেলা ব্যবস্থাপক হাসান নেওয়াজ মামুন জানান, জেলা পর্যায়ের বিজয়ীরা পরবর্তীতে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে পর্যায়ক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মে ২৯, ২০১৩
নুর আলম/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।