ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মীম নোশিন নাওয়াল খান-এর ছড়া

হরতাল আজকাল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জুন ১০, ২০১৩
হরতাল আজকাল

হরতাল, হরতাল।
দু-তিনটে পরীক্ষা হয়ে যাবে বানচাল-
হরতাল, হরতাল।


ভালোদের প্রস্তুতি ঝড়ে পড়া ভাঙা ডাল,
খারাপ ছাত্র যারা বাজাবে তো করতাল-
হরতাল, হরতাল।
অফিসে যেতে হবে- অনিশ্চত জানমাল,
ট্রাকভরে সবজি পচে যাবে আজকাল-
হরতাল, হরতাল।
নোংরা রাজনীতি ধিক্কার গালাগাল-
হরতাল, হরতাল।

লেখক: শিক্ষার্থী, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, জুন ১০, ২০১৩
এএ[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।