ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

নতুন ভোর

মীম নোশিন নাওয়াল খান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জুলাই ২২, ২০১৩
নতুন ভোর

কুক-কুরুক্কু মোরগ ডাকে
আসে নতুন ভোর,
খোকা-খুকু উঠে পড়ো,
খুলে দাও দোর।

খুকু ওঠে, খোকা ওঠে, হাতে নেয় বই,
নতুন যা পড়া আছে শিখে ফেলা চাই।


পড়া শেষে হাত ধুয়ে খেতে বসে যায়,
সবজি-রুটি খেয়ে মজা খুব পায়।

তারপর বই-খাতা গোছগাছ করে,
দু’জনেতে ইশকুলে যায় হাত ধরে।
যেতে যেতে বুনোফুল বেণীতে গেঁথে,
খুকুমণি ওঠে ভারি আনন্দে মেতে।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জুলাই ২২, ২০১৩
এএ- [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।