ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বীরাঙ্গনা রমা

লুৎফুর রহমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৩
বীরাঙ্গনা রমা

বীরঙ্গনার প্রতীক তুমি
জীবনজয়ী রমা
আমরা জানি তোমার বুকে
কষ্ট কতো জমা
কিন্তু এ দেশ অভাগা তাই
করে দিও ক্ষমা।

তুমিই ছিলে কারো তখন
প্রাণের প্রিয়তমা
জীবন তোমার থামিয়ে দিলো
সেই হায়েনারা ও মা
কিন্তু তোমার হাতেই আছে
কলম নামের বোমা।



দেখিয়ে দিলে লড়তে জানো
তাইতো সালাম ল` মা
আমরা আছি তোমার পাশে
বাঙালি মা রমা
এই অভাগা দেশটারে মা
পারলে করিস ক্ষমা।

বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৩
এএ[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।