ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ছোট্ট ছানা স্বপ্ন আঁকে

জাকারিয়া মন্ডল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৩
ছোট্ট ছানা স্বপ্ন আঁকে

ডিম ফুটে বের হলো এক
        পাখির ছানা,
এই পৃথিবীর সব কিছু তার
          খুব অচেনা।

ছোট্ট চোখে পিটপিটিয়ে
‍     সামনে তাকায়,
একটা ফড়িং বসছে গাছের
        সবুজ পাতায়।



একটু হেসে বললো ফড়িং
     উড়তে পারো?
পাতায় শাখায় মনের সুখে
       খেলতে পারো?

ছোট্ট ছানা অবাক চোখে
        চেয়ে থাকে,
মনে মনে কত্তো মজার
        স্বপ্ন আঁকে!

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৩
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।