ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

খোকন সোনা

আজিম হোসেন আকাশ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৭, সেপ্টেম্বর ১৪, ২০১৩
খোকন সোনা

আকাশ জুড়ে মেঘ জমেছে
        বৃষ্টি এলো ওই,
মাগো তোমার খোকন সোনা
        ঘরে এলো কই?

সাত সকালে বের হয়েছে
              দু’এক নলা খেয়ে,
দুষ্টুমিতে মগ্ন বুঝি
        খেলার সাথী পেয়ে।

পুকুর পাড়ের আম গাছেতে
        মারল যখন ঢিল,
রহিমউদ্দিন দৌড়ে এসে
        মারল ছুঁড়ে কিল!

কেঁদে কেঁদে তোমার ছেলে
        ফিরল যখন ঘরে,
সোহাগেতে জড়িয়ে নিলে
        জিজ্ঞেস না করে।



মাগো আমি ছোট্ট যখন
        ছিলাম তোমার কোলে,
এমনি করে আদর সোহাগ
        আমায় দিয়েছিলে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৩
এএ/আরআইএস[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।