ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ছড়া

আধুনিক ভূত

বিনয় বর্মন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১০
আধুনিক ভূত

সুট টাই বুট পরা আধুনিক ভুত
কাজকারবার তার অতি অদ্ভুত

সারাদিন গলা ছেড়ে গান গায় পপ
মশামাছি উড়ে এলে গিলে ফেলে গপ

পা ও মাথা উল্টিয়ে জুড়ে দেয় নাচ
ঝনঝন ভেঙ্গে পড়ে জানালার কাঁচ

সিলিং ফ্যানের সাথে বাধে গলা টাই
পনপন করে ঘোরে, ভয়ডর নাই

ছাদের উপরে গিয়ে দেয় লাফঝাপ
চেহারায় নেই কোন ক্লান্তির ছাপ

কানে বাধা সেলফোন হাতে ল্যাপটপ
মাউসটি মুখে যেন কামড়ায় চপ

হাউজিং ব্রাউজিং ইন্টারনেট
ওয়েবে খাবার খেয়ে বেঁকে বসে পেট

পেটের ভিতরে চলে মহা খটমট
বাঁচার মন্ত্র পড়ো হিং টিং ছট।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।