ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বর্ষশেষ লেখা

আজ বছরের শেষ দিন

আরিফুল ইসলাম আরমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১০
আজ বছরের শেষ দিন

আজ ৩১ ডিসেম্বর। ইংরেজি বছর ২০১০ সালের শেষ দিন।

আর কয়েক ঘণ্টা পরেই আসবে একটি নতুন বছর। বছরটি হচ্ছে ২০১১ সাল।

তোমাদের অনেকের কাছেই হয়তো ২০১০ সালটি অনেক আনন্দে কেটেছে। আবার অনেকের কাছে কষ্টের। তবে বছরের শেষ দিনগুলো অনেকের কাছেই কেটেছে চিন্তার মধ্য দিয়ে।

এবার যারা প্রাথমিক সমাপনী পরীক্ষা আর জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা দিয়েছিলে তাদের ফল প্রকাশ হলো বছরের শেষ দিনগুলোতে। যারা ভালো ফলাফল করেছ তাদের সবাইকে ইচ্ছেঘুড়ির শুভেচ্ছা। আর যারা ভালো করতে পারোনি তারা হতাশ না হয়ে আবার ভালো করে পড়াশোনা শুরু করো আগামী পরীক্ষায় নিশ্চয়ই ভালো করবে।

তোমরা যারা প্রথম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী তাদের জন্য আনন্দের খবর হচ্ছে তোমারা বছরের প্রথম দিনই পাচ্ছো নতুন নতুন পাঠ্যবই। নতুন বইয়ের নতুন পড়া। মজাই আলাদা। তাই ঝটপট সংগ্রহ করে চটপট পড়ে নাও বইগুলো।

তোমাদের সবাইকে আসছে বছরের শুভেচ্ছা।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।