ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ঈদে নাড়ির টানে

শাহজাহান মোহাম্মদ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৩
ঈদে নাড়ির টানে

১.
ঈদে নাড়ির টানে

আর ক’টা দিন পরেই
আসবে ঈদের দিন
কেনা কাটায় ব্যস্ত সবাই
যার যা খুশি নিন।

ছোটাছুটি হুড়াহুড়ি
চারদিকেতে শোর
নাড়ির টানে যাচ্ছে বাড়ি
না হতেই ভোর।




২.
চাঁদ উঠেছে

চাঁদ উঠেছে চাঁদ উঠেছে
দেখবি কে কে আয়
বাঁকা চাঁদের আলো এসে
পড়ল সবার গায়।

আকাশ বাতাস পাহাড় ঝর্ণা
হলো যে সব রঙিন
নতুন পোশাকে মন অঙ্গনে
বাজারে সুখ বীণ।

দুঃখ করো না কষ্ট পেয় না
এলো যে আবার ঈদ
ধনী গরিব এক হয়ে আজ
গাইবো খুশির গীত।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৩
এএ/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।