ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

সংবাদ: আপডেট

২২ জানুয়ারি শুরু হচ্ছে চতুর্থ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

আরিফুল ইসলাম আরমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১
২২ জানুয়ারি শুরু হচ্ছে চতুর্থ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

ঢাকা: বাংলাদেশে শিশুতোষ চলচ্চিত্রের সবচেয়ে বড় উৎসব ‘চতুর্থ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব-২০১১’ শুরু হচ্ছে ২২ জানুয়ারি। চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত।



প্রতিবারের মতো এবারও উৎসবটি আয়োজন করছে চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ। এবারের উৎসবের স্লোগান ‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’।

উৎসব উপলক্ষে শনিবার মুক্তিযুদ্ধ জাদুঘরে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন উৎসব  উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মুস্তাফা মনোয়ার, চিলড্রেনস ফিল্ম সোসাইটির সভাপতি মুহম্মদ জাফর ইকবাল, টিআইবির  পরিচালক (গণমাধ্যম) রেজওয়ান উল আলম প্রমুখ।

সাংবাদিক সম্মেলনে সূত্রে জানা গেছে, এবারের উৎসবে ৪০টি দেশের ২৩৩টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শন করা হবে। উৎসবের ছবিগুলো দেখা যাবে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান ও সেমিনার হলে, বাংলাদেশ শিশু একাডেমী, ব্রিটিশ কাউন্সিল, রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র (রাশিয়ান কালচারাল সেন্টার), অলিয়ঁস ফ্রঁসেজ, খিলগাঁও মডেল স্কুল, হাজারীবাগের কলেজ অব লেদার টেকনোলজি, রাজশাহী বিভাগের রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তন, জেলা পরিষদ মিলনায়তন, চট্টগ্রাম বিভাগের থিয়েটার ইন্সটিটউট মিলনায়তনে। আর ছবিগুলো প্রদর্শনের সময় সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টা।

উৎসবে ১৮ বছর বয়স পর্যন্ত যে কেউ বিনামূল্যে ছবিগুলো উপভোগ করতে পারবে। তবে খোঁজ-খবর রেখো কারণ তোমার স্কুল থেকেও দল বেঁধে সবাইকে ছবিগুলো দেখাতে নিয়ে যেতে পারেন শিক্ষকরা। তবে অভিভাবকরাও ৩০ টাকার টিকিট সংগ্রহ করেও ছবি দেখতে পারবেন। উৎসবে ছবি প্রদর্শন করা ছাড়াও থাকছে শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা।

উৎসবের প্রধান সমন্বয়কারী মনিরা মোরশেদ মুন্নি ইচ্ছেঘুড়িকে জানান, ২২ জানুয়ারি বিকেল ৪টায় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হবে। এবারের উৎসব উদ্বোধন করবেন প্রখ্যাত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার।

উৎসবে গিয়ে ছবিগুলো দেখার সুযোগ একেবারেই হাতছাড়া করো না। কারণ ছবিগুলোর ডিভিডি কিনে বাসায় দেখা গেলেও এই উৎসব ছাড়া বড় পর্দায় ছবিগুলো দেখার সুযোগ পাবে না। আর বড় পর্দায় ছবি দেখার মজাই আলাদা।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২০০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।