ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটন

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৪
ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটন

ব্রিটিশ রাজপরিবারের বধূ কেট মিডলটনকে সবাই চেনো নিশ্চয়?

প্রিন্স চার্লস এবং প্রিন্সেস ডায়নার সন্তান প্রিন্স উইলিয়ামের স্ত্রী মিডলটন। ডিউক অব ক্যামব্রিজের স্ত্রী কেট এখন ডাচেস অব ক্যামব্রিজ।



কেট মিডলটনের সম্পর্কে এটুকু তথ্য আমরা সবাই জানি। কিন্তু তার সম্পর্কে অনেক কিছুই হয়তো তোমাদের জানা নেই। চলো সেগুলোও জেনে ফেলি আজ।

১৯৮২ সালের ৯ জানুয়ারি বার্কশায়ারে জন্ম কেটের। পুরো নাম ক্যাথরিন এলিজাবেথ মিডলটন। বাবা মাইকেল ফ্রান্সিস মিডলটন এবং মা ক্যারল এলিজাবেথ মিডলটন। তাদের তিন সন্তানের মধ্যে কেটই সবার বড়। আর দুই ছেলেমেয়ে ফিলিপা এবং জেমস উইলিয়াম মিডলটন।

ম্যালবার্গ কলেজে পড়াশুনার পর কেট পড়েছেন স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ে। সেখানেই তার সঙ্গে পরিচয় হয় প্রিন্স উইলিয়ামের।

২০১০ সালের ১৬ নভেম্বর কেট এবং উইলিয়ামের বিয়ের ঘোষণা দেওয়া হয় এবং ২০১১ সালের ২৯ এপ্রিল রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে তাদের নিয়ে সম্পন্ন হয়।

২০১৩ সালের ২২ জুলাই উইলিয়াম ও কেটের সন্তান জর্জ আলেক্সান্ডার লুইসের জন্ম হয়।

কেট মিডলটন কিন্তু ফ্যাশনের ক্ষেত্রে ব্রিটেনে খুব জনপ্রিয়। এছাড়া ২০১২ সালে টাইম সাময়িকী তাকে বিশ্বের শীর্ষ ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করে।

৯ জানুয়ারি কেট মিডলটনের জন্মদিন। আমাদের সবার পক্ষ থেকে তার জন্য রইল অনেক শুভেচ্ছা।  

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৪
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।