ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ছড়া

তাইরে নাইরে নানা

বিনয় বর্মন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১১
তাইরে নাইরে নানা

তাইরে নাইরে নানা
মামদো ভূতের ছানা
ঘাড় মানুষের মটকে দেবে
নাইরে তাহার জানা
তাইরে নাইরে নানা।

তাইরে নাইরে নানা
মামদো ভূতের ছানা
পছন্দ সে করে খেতে
বুট বাদাম আর চানা
তাইরে নাইরে নানা।



তাইরে নাইরে নানা
মামদো ভূতের ছানা
খেলাধুলা নিষেধ তাহার
শুনবে না সে মানা
তাইরে নাইরে নানা।

তাইরে নাইরে নানা
মামদো ভূতের ছানা
তেঁতুল গাছের মাথায় উঠে
গাইতে থাকে গানা
তাইরে নাইরে নানা।

তাইরে নাইরে নানা
মামদো ভূতের ছানা
দুষ্ট ছেলের গুলতি ঘায়ে
চোখ হলো তার কানা
তাইরে নাইরে নানা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।