ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

জোকস

হা! হা! হি! হি!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১১
হা! হা! হি! হি!

মা আছেন
এক বাসার গেইটে একটি ছোট্ট শিশু খেলা করছে। এসময় এক মহিলা এসে বললেন,
: খোকা তোমার মা আছেন?
: আছেন।


মহিলা দরজা অনেকক্ষণ ধাক্কালেন কিন্তু কেউ দরজা খুলল না। এবার তিনি বিরক্ত হয়ে বললেন, ‘কই খোকা তোমার মা তো মনে হচ্ছে নেই। ’
: আমি তো বলিনি মা বাসায় আছেন!

তুমি বাদাম খেতে পার
: দাদি, তুমি বাদাম খেতে পার?
: না দাদু ভাই। কবে দাঁত পড়ে গেছে।
: তা হলে এই বাদামগুলো রাখ তো, আমি আপার কাছে আরো কতগুলো চেয়ে নিয়ে আসি।

সংগ্রহে: হাসিবুল হাসান আশিক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।