ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

নিজেই বানাও প্রজাপতি

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৪
নিজেই বানাও প্রজাপতি

প্রজাপতি কত সুন্দর একটি পতঙ্গ তা তোমরা নিশ্চয় সবাই জানো। রঙিন প্রজাপতির ওড়াউড়ি কতই না সুন্দর! তোমরা কিন্তু নিজেই ঘরে বসে বানাতে পারো সুন্দর এই পতঙ্গটি।

চলে তাহলে জানা যাক:

যা লাগবে তোমার
সবুজ চার্ট পেপার, পেন্সিল, কাঠি, কাঁচি, ফুলের পাপড়ি ও পাতা।
যেভাবে করবে

প্রথমে সবুজ চার্ট পেপারে প্রজাপতির আকৃতি এঁকে সেটাকে কেটে নাও। প্রজাপতিটাকে ভাঁজ করে ভাঁজের কোনা থেকে মাঝ বরাবর ছোট করে দুটো লাইন কেটে নাও, যেখান দিয়ে তুমি আঙুল ঢোকাবে।

এবার এই প্রজাপতির আকৃতির উপরে বসিয়ে দাও পাতাগুলো। তারপর সেগুলোকে কাগজের সঙ্গে আঠা দিয়ে জোড়া লাগিয়ে নাও।

প্রজাপতির দুটো পাখার মাঝখানে দুটো কাঠি বসিয়ে আঠা দিয়ে লাগিয়ে নাও। এটা তোমার প্রজাপতির শুঁড়।

এবার পাতার উপরে ফুলের পাপড়ি বসিয়ে প্রজাপতির পাখায় পছন্দমতো ডিজাইন করো। তারপর পাপড়িগুলো আঠা দিয়ে লাগিয়ে নাও।
ব্যস! তৈরি হয়ে গেল তোমার প্রজাপতি। এবার মাঝে যে অংশটা আঙুল ঢোকানোর জন্য কেটেছ সেখানে একটা আঙুল ঢুকিয়ে ইচ্ছেমতো খেলতে পারো তোমার প্রজাপতি পাপেটকে নিয়ে।
সূত্র: ইন্টারনেট

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।