ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বিশ্ব মা দিবসের ছড়া

মায়ের পরশ

-সুব্রত চৌধুরি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, মে ১১, ২০১৪
মায়ের পরশ

ভোর বিহানে যায় যে ছুটে
ঠিকা কাজে মা,
আমি তখন ছেঁড়া কাঁথায়
ঘুমই ভাঙে না।

বেড়ার ফাঁকে রোদের আলো
দেয় ভাঙিয়ে ঘুম,
খুঁজে ফিরি মায়ের পরশ
আদর মাখা চুম।



টোকাই হয়ে বেড়াই ঘুরে
সারাটা দিন রোজ,
কোথায় আমার নাবা-খাবা
কেউ রাখে না খোঁজ।

কাজের শেষে ক্লান্ত দেহে
মা যে ফেরেন রাতে,
গরম গরম শানকিতে ভাত
বেড়ে দেন যে পাতে।

তৃপ্তি আমার চোখে-মুখে
মা যে হাসেন দেখে,
ছেঁড়া কাঁথায় ঘুমিয়ে পড়ি
মায়ের পরশ মেখে। ।

আটলান্টিক সিটি

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, মে ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।