ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ভূতের খাবার

বিনয় বর্মন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১১
ভূতের খাবার

ভূতেরা খায় মাছ মাংস
ভূতেরা খায় রক্ত
চিবিয়ে খায় হাড্ডিগুলো
হোক না যতই শক্ত।

ভূতেরা খায় বই পুস্তক
গোবর ভরা মুন্ডু
ভূতের খাওয়া দেখে হাসে
রাসবিহারি কুন্ডু।



ভূতেরা খায় আম জাম আর
আনারসের চাটনি
চেটে খেতে ভূতের নাকি
হয় ভয়ানক খাটনি।

ভূতেরা খায় কম্পিউটার
মাউস-কিবোর্ড শুদ্ধ
পেটের ভিতর ভাইরাসেরা
বাঁধিয়ে দেয় যুদ্ধ।

ভুতেরা খায় কালো ধোঁয়া
গাড়ি ঘোড়ার শব্দ
ময়লা ডোবার পানি খেয়ে
ভুতেরা হয় জব্দ।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।