ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

নিজেই বানাও লণ্ঠন

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, জুন ৯, ২০১৪
নিজেই বানাও লণ্ঠন

অবসর সময়ে ঘরে বসে বইপড়া ছাড়াও করতে পারো নানা ধরনের হাতের কাজ। এই যেমন ধরো লণ্ঠন।

নিশ্চয় তুমি পড়ার সময় বিদ্যুৎ চলে এটা ব্যবহার করো। তাহলে এবার তুমি নিজেও বানাও লণ্ঠন।

যা লাগবে তোমার
কাঁচের জার, রং, আঠা, পানি, মোমবাতি।
যেভাবে করবে

প্রথমেই এমন একটা কাঁচের জার নাও যার মধ্যে সহজে মোমবাতি ঢোকানো ও বের করা যায়। এরপর জারের ভেতরে সমপরিমাণ পানি ও আঠা দিয়ে ভালোভাবে মেশাও।

এবার এটার মধ্যে অল্প একটু রং দিয়ে মিশিয়ে নাও। সবচেয়ে ভালো হয় রংটা যদি ফুড কালার হয়। তা না হলেও জলরং বা অন্য কোনো রঙেও চলবে।

এখন জারের মুখটা আটকে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নাও, যেন রঙের মিশ্রণটা পুরো জারেই ভালোভাবে লাগে। তারপর ঢাকনা খুলে বাড়তি রং ফেলে দাও। না শুকানো পর্যন্ত এভাবেই রেখে দাও।

এরপর ভেতরের রং শুকিয়ে গেলে বাইরে হালকা করে রং করে দিতে পারো। গ্লাস কালার থাকলে ভেতরে বা বাইরে পছন্দমতো শুধু গ্লাস কালার দিয়ে রং করে নিলেও চলবে।

 সবশেষে জারের ভেতরে একটা জ্বলন্ত মোমবাতি বসিয়ে দাও।
এবার দেখো, তৈরি হয়ে গেছে তোমার লণ্ঠন। অন্ধকারে নিয়ে দেখো, কী সুন্দর দেখাচ্ছে তোমার নিজে হাতে তৈরি করা লণ্ঠনটি।
তথ্যসূত্র: ইন্টারনেট

ইচ্ছেঘুড়িতে লেখা পাঠান এই মেইলে: [email protected]

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জুন ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।