ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

গাছ আমাদের বন্ধু | মঈনুল হক চৌধুরী

ছড়া / ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০০, আগস্ট ১৩, ২০১৪
গাছ আমাদের বন্ধু | মঈনুল হক চৌধুরী

গাছ লাগাবো ফুল ফোটাবো
এই করি আজ পণ,
পাখির জন্য খোলা আকাশ
ফুলের জন্য বন।

বন থাকলে গাইবে পাখি
গাছ থাকলে ফুল,
বন বনানি উজার করা
ভাবনাগুলো ভুল।



পুকুর নদী ভরাট করে
করবো নাতো বাড়ি,
সেই খানেতে করবো রোপণ
বৃক্ষ সারি সারি।

তবেই পাবো মুক্ত হাওয়া
বইবে সুখের তান,
গাছের ডালে মিষ্টি সুরে
গাইবে পাখি গান।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।