ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ফরমালিন | সাকিল খাঁন

ছড়া / ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪
ফরমালিন | সাকিল খাঁন

বাজারে গিয়ে আলম সাব
কিনতে গেছে আম
টসটসে সব রসে ভরা
ফরমালিন কি নাম?

বউ বলেছে সকাল বেলা
আম আজকে তার চাই
পকেট ভরা পয়সা আছে
ভেজালমুক্ত নাই?

বছর ঘুরে এক মৌসুমে
ইচ্ছে করে তার
পেট পুরে আম-জাম খাবে সে
ইচ্ছেতেই সাবাড়!

আজব দেশের বাসিন্দা সে
মনটা হয় ভারী
মনের দুঃখে কামড়ে ধরে
ডান চোয়ালের মাড়ি!

তায় কি দেশে সবই আছে
রাজার জন্য শুধু
আমরা কি সব গণ্য শুধু
ভোটের আগের মধু!

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।