ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ছড়া

খিলখিলিয়ে হাসছিল

সুমাইয়া বরকতউল্লাহ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, মার্চ ৪, ২০১১
খিলখিলিয়ে হাসছিল

ঘরের কোণে নেংটি ইঁদুর
বই-খাতা সব খাচ্ছিল,
ঘুরে ফিরে এদিক সেদিক
কী যে মজা পাচ্ছিল।

লেজ উঁচিয়ে বিড়ালছানা
ওই সব কিছু দেখছিল,
ইতিল বিতিল তিনটা লাফে
নেংটিকে সে ধরছিল।



নেংটি ইঁদুর ধরা খেয়ে
চোখের জলে ভাসছিল,
ওই সব দেখে কুকুরছানা
খিলখিলিয়ে হাসছিল।

হাসি দেখে কুকুরছানার
ইঁদুর বিড়াল কাঁপছিল
খাবলে ধরে কামড়ে দেয়া,
কুকুরছানার কাজ ছিল।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।