ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

পুজোর খুশি | মীম নোশিন নাওয়াল খান

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৪
পুজোর খুশি | মীম নোশিন নাওয়াল খান

নীল মেঘরা বেড়ায় ভেসে নীল আকাশের গালে,
দুর্গা মা এলেন আবার ফিরে ঢাকের তালে।
উড়ছে খুশির ঘুড়ি,
আনন্দ এক ঝুড়ি,
পুজোর খুশির রং লাগলো শিউলি ফুলের ডালে।



শুভ্র যেমন হাওয়ায় দোলা শান্ত কাশের বন,
রাঙায় শুভ্র মন ক্যানভাস পুজোর আয়োজন।
প্রদীপ জ্বালো,
ছড়াও আলো,
পুজোর আনন্দে বিভোর হয়ে নাচুক সবার মন।



বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।