ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

প্রতিদিন | মীম নোশিন নাওয়াল খান

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৪
প্রতিদিন | মীম নোশিন নাওয়াল খান

সোনা রোদ উঁকি দেয়
নীল রং আকাশে,
দোয়েলটা উড়ে যাবে,
মেলে দেয় পাখা সে।

শতদল ফুটে ওঠে,
মোহনীয় হাসি তার,
বাতাসটা ছুটে যায়
একা একা বারবার।



ছোট এক ঘাস মোছে
শিশিরের গল্প,
ফড়িংটা উড়ে যায়
ছুঁয়ে তাকে অল্প।

ফুলদের বাড়ি যাবে
প্রজাপতি সেজে রয়,
এভাবেই নতুন এক
প্রতিদিন শুরু হয়।



বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।