ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

হেমন্ত আজ এলো | শাহজাহান মোহাম্মদ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৪
হেমন্ত আজ এলো | শাহজাহান মোহাম্মদ

ধান পেকেছে ধান পেকেছে
হেমন্ত আজ এলো
পাখিরাসব গাইছে গান
দুখের দিন গেলো।

ছুটছে চাষি কাস্তে হাতে
কাটবে পাকা ধান
সেই খুশিতে নানা-নানি
চিবায় মিষ্টি পান।



ধান ঝুরঝুর ধান ঝুরঝুর
উঠান জুড়ে ধান
কৃষাণবধূর হিয়ার মাঝে
দোলে খুশির বান।

নবান্নের ঢাক ঢোলে
মাতলো সারা গ্রাম
খোকা খুকুর খুশি দেখে
জুড়ায় মন প্রাণ।


বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।