ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

নানা রঙে ইচ্ছেঘুড়ি‍ ‍| আজিম আকাশ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৪
নানা রঙে ইচ্ছেঘুড়ি‍ ‍| আজিম আকাশ

ইচ্ছেঘুড়ি যখন-তখন

যেথা-সেথায় ঘোরে;

ইচ্ছেঘুড়ি বিনা সুতায়

সপ্ত আকাশ ওড়ে।

 

ইচ্ছেঘুড়ি সকাল-বিকাল

রঙিন স্বপ্ন দেখায়;

ইচ্ছেঘুড়ি মনের মাঝে

স্বপ্ন বুনতে শেখায়।



 
ইচ্ছেঘুড়ির নেইতো কোনো

ঝড়-তুফানের ভয়;

ইচ্ছেঘুড়ি এক পলকেই

আকাশ করে জয়।

 
ইচ্ছেঘুড়ির হঠাৎ- হঠাৎ

নতুন বার্তা আনে;

ইচ্ছেঘুড়ি যখন-তখন

ভাসে সুখের বানে।



বাংলাদেশ সময়: ০২১৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।