ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

স্বাধীন | মীম নোশিন নাওয়াল খান

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৪
স্বাধীন | মীম নোশিন নাওয়াল খান

তুমি কি দেখেছ, খেজুর গাছে গাছি?
দেখলে বলতে, স্বপ্নের দেশে আছি।

দেখেছ তুমি, হেমন্তের মাঠে ধান?
বসন্তের দূত হয়ে কোকিলের গান?
শীতের সকালে শিশির ভেজা ঘাস,
বাগানে ফুল, পুকুরে সাঁতার কাটা হাঁস?

বাঁশি বাজিয়ে যায় রাখাল ছেলে নিজ মনে,
প্রজাপতি-ফড়িংরা উড়ে যায়, খেলে ফুলবনে।


সেথায় থাকো তুমি, সোনার বাংলাদেশে,
‘স্বাধীন মোরা’- বলতে পারো স্বাধীন হাসিখানি হেসে।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।