ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

নতুন পুরানের হাট

মনসুর আজিজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১১
নতুন পুরানের হাট

নতুনের সাথে নতুনের মিল
নতুনের দিন গোনা,
পুরাতন নয় নতুন হলো
এদেশের কাঁচা সোনা।

বয়সে পুরান হলেও নতুন
মনের দিকেতে যারা,
নতুনের কাঁধে পুরাতন হাত
মিলে যে আত্মহারা।



মেধা ও মননে পুরাতন সেরা
নতুনেরা তাতে ঋণী
জ্ঞানের এই হাটে তোমরা কিশোর
তার কিছু লও কিনি।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।