ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

শিমের ফুল | মো. মোসাদ্দেক হোসেন

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
শিমের ফুল | মো. মোসাদ্দেক হোসেন

শিশির ঝরে দিন-রাত্রি,
ভেজায় জগত তাতে,
ছোট্ট কচি শিমের ডগাও
ভেজে সারা রাতে।

সাদা ফুলে উঠছে ভরে
বাঁশের ছোট্ট মাচা,
আঁকা যেন ছবি কোনো
সবুজ-সাদার খাঁচা।



অনেক গাছে বেগুনি ফুল
ডগায় ডগায় ঝোলে,
শীতের হাওয়া শিশির সাথে
নানা রূপে দোলে।

সবুজ পাতায় আঁকা ছবি
কোমল সবুজ বোঁটা,
ফুলে ফুলে স্নিগ্ধ রূপে
জমে শিশির ফোঁটা।



বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।