ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

আমাদের নন্দ

আবীর ফেরদৌস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১১
আমাদের নন্দ

আমাদের নন্দ
নয় সে মন্দ,
পরীক্ষার হলে গেলে
হারাই সে ছন্দ।

অংক’টা গোলমেলে
মনে বড় দ্বন্দ্ব,
বিটকেল বল্টুরও
কান যেন বন্ধ।



ভাবে মনে নন্দ
সব পথ যে বন্ধ,
স্যার এসে বলেন
‘কিরে বেটা নন্দ
করিস নি কি বাসায় একটাও অংক। ’

নন্দও এখন ভাবে করলে সে অংক
মিলত সবকিছু, হারত না ছন্দ ।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।