ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

আমার বর্ণমালা | রাহাত হোসেন

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
আমার বর্ণমালা | রাহাত হোসেন

সকাল বেলার সূর্য সেদিন
বললো আমায় ডেকে
দাওনা আমায় গোটা কয়েক
বর্ণ তুমি এঁকে।
বললাম আমি বর্ণমালা
ভাইয়ের রক্তে কেনা
বর্ণ ছাড়া অন্য কিছু
করবো লেনা-দেনা।


সূর্য তখন দুঃখ পেয়ে
বললো করুণ সুরে
বর্ণমালার বিজয় আমি
দেখেছিলাম ওরে।
ফেব্রুয়ারির একুশ তারিখ
দুপুরবেলার অক্তে
পিচ ঢালা পথ ভেসে গেলো
বরকতেরই রক্তে।
রক্ত দিয়ে কেনা হলো
বর্ণমালার ঝুড়ি
বর্ণ দিয়ে লিখছো এখন
কাব্য কুড়ি কুড়ি।
আমি তখন রং তুলিতে
বর্ণমালা এঁকে
পথের ধারে যতন করে
দিলাম সেদিন রেখে।
সূর্য তখন বললো হেসে
শোন ছড়াকার
বর্ণমালার উপর আছে
সবার অধিকার।



বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।