ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

মস্ত বড় ভূত | বি এম বরকতউল্লাহ্

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
মস্ত বড় ভূত | বি এম বরকতউল্লাহ্

বাজার থেকে ফিরছি গভীর রাতে
অন্ধকারে কেউ ছিল না সাথে

গভীর বনের সরু পথটি ধরে
হাঁটছি একা দোয়া-দরুদ পড়ে

লোমগুলো সব দাঁড়িয়ে গেল ডরে
পেছন দিকে তাকাই বারে বারে।

হঠাৎ দেখি নড়ছে গাছের মাথা
হাওয়া ছাড়াই পড়ছে সবুজ পাতা

ওই যে লম্বা তাল গাছটার ডগায়
কান্না-হাসির আওয়াজ পাওয়া যায়

সাহস করে দিলাম জোরে হাঁটা
কে যেন রে ধরলো চেপে পা-টা

ভাবছি হয়তো হবে লতা-পাতা
ছমছমিয়ে উঠলো আমার গা-টা।



গরম হাওয়া বইছে এলো মেলো
শরীর ঘেঁষে কে যেন কে গেল!

অন্ধকারে যায় না কিছু দেখা
ভয়ে আমি কাপছি ভীষণ একা।

কে যেন সামনে এসে বাড়িয়ে দিল হাত
অন্ধকারে দেখছি, একি? লম্বা দুটি দাঁত

কেরে তুই! কে? নাকি, মজিদ কাকার পুত?
সামনে এসে দাঁড়ালো এক মস্ত বড় ভূত!



বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।