ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মিউজিক বুদ্ধি বাড়ায়

দেবোত্তম কুমার দেবনাথ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১১
মিউজিক বুদ্ধি বাড়ায়

ঢাকা: বন্ধুরা তোমরা কি জানো, মিউজিক অর্থাৎ সংগীতচর্চা শিশুদের বুদ্ধি বাড়ায়। যা ভবিষ্যত জীবনেও তাদেরকে মেধাবী করে।

সম্প্রতি এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করে ‘আমেরিকান সাইকোলজিক্যাল এসোসিয়েশন জার্নাল নিউরোসাইকোলজি’ নামের একটি প্রতিষ্ঠান।

প্রতিবেদনে বলা হয়েছে, যারা ছোট বয়সে সংগীতচর্চা করে তারা পরবর্তী জীবনে অন্যান্যদের চেয়ে বেশি সুস্থ থাকে। মজার ব্যাপার হচ্ছে, গবেষণার জন্য ৬০ থেকে ৮৩ বছরের মধ্যে ৭০ জন ব্যক্তিকে নির্বাচন করা হয়। যারা ছোটবেলা থেকেই সঙ্গীতচর্চা করছেন। গবেষণায় অন্যান্যদের চেয়ে তাদের বেশি বুদ্ধিদীপ্ত বলে প্রমণিত হয়েছে।

গবেষক বিরন্দা হেন্না পেলেডি বলেন, ‘যারা সারাজীবন সঙ্গীতের সঙ্গে সম্পর্কিত থাকেন তারা বিভিন্ন ধরণের রোগ-বালাই এবং ঝুক্কি-ঝামেলা থেকে রক্ষা পেতে পারে। ’

এজন্য পড়ালেখা ও অন্যান্য কাজের ফাঁকে শিশুদের সংগীতচর্চা করতে সুযোগ দেওয়ার তাগিদ দিয়েছেন গবেষকরা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।