ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বদ্যিনাথের খুড়ো | রেবেকা ইসলাম

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫
বদ্যিনাথের খুড়ো | রেবেকা ইসলাম

বদ্যিনাথের খুড়ো-
ভোলার সেই বুড়ো
এক বসাতেই খায়
পাঁচটা মাছের মুড়ো।

আরো গেলে গোটা কাঁঠাল
হাফ তো নয়, পুরো,
ফোকলা দাঁতে বিচিগুলো
চিবিয়ে করে গুঁড়ো।



শুনছি নাকি কাছে গেলে
মিহি করে সুর ও-
লাফিয়ে ওঠে কাঁধে, বলে
আমায় নিয়ে ঘোরো।

কী বললি, ধুরো!



বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।