ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ইচ্ছেঘুড়ি

ইচ্ছে আমার পাখি হব | শাহাদাত সাহেদ

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৫
ইচ্ছে আমার পাখি হব | শাহাদাত সাহেদ

ইচ্ছে আমার পাখির মত
সজনে ডালে উঠি
যেথায় যখন ইচ্ছে হবে
ডানা মেলে ছুটি।

কিচির মিচির গানের সুরে
ভরিয়ে তুলি বন
প্রকৃতির এই লীলার সাথে
থাকি সারাক্ষণ।



কিন্তু আমি পারিনাতো
মন যা যখন চায়
আমি যে মানুষ এখনও
রক্ত মাংস গায়।

তবুও মন মানে না
এঁটেছি ফন্দি তাই
পাখির পালক জোগাড় করে
পিঠে করেছি বন্দি!

পাখির কাছেই শিখে নেব
ওড়ার যত টিপস,
বিনিময়ে দেব তাকে
পটেটো চিপস!

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।